| |
               

মূল পাতা রাজনীতি অন্যান্য সর্বত্র আজ বিরাজ করছে হতাশা : বাংলাদেশ ন্যাপ


সর্বত্র আজ বিরাজ করছে হতাশা : বাংলাদেশ ন্যাপ


রহমত নিউজ ডেস্ক     27 June, 2023     09:54 PM    


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশ্বের সকল মুসলামান ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ'র চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, এবার এমন এক সময় আমাদের মাঝে পবিত্র ঈদুল আযহা উপস্থিত যখন দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন দিশেহারা। সর্বত্র আজ বিরাজ করছে হতাশা। 

সোমবার (২৬ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় এসব কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, মানুষের অতীতের সকল দুঃখ, কষ্ট ও গ্লানি কাটিয়ে সুন্দরকে গ্রহণ এবং ধনী-গরিব বিভেদ ভুলে সকল প্রকার ফেতনা-ফাসাদ ছেড়ে দিয়ে সুদৃঢ় ঐক্যের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার দেশপ্রেমিক হিসেবে ইসলাম, ঈমান, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা নেই। ঈদুল আযহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মানুষের মনের সকল প্রকার হ্বিংসা-বিদ্বেষ, সংকীর্ণতা, কুটিলতা পরিহার করে বয়ে আনবে অনাবিল সুখ, শান্তি ও পবিত্রতা। ঈদুল আযহার পবিত্রতা রক্ষার্থে মুসলমানরা আরো বেশি ত্যাগের মাধ্যমে উত্তম জীবন-যাপন করবে। পরিশেষে সর্বস্তরের জনতার প্রতি ঈদ-উল-আযহা অনাবিল আনন্দ, সুখ সমৃদ্ধি, সুস্বাস্থ্য, শান্তি-সমৃদ্ধি, উন্নতি কামনা করেন এবং ইসলাম-ঈমান, দেশ ও মানবতা বিরোধী যে কোন ষড়যন্ত্র ও চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা।